Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

পরিচিতিঃ

1992 সালে হবিগঞ্জ সড়ক বিভাগের যাত্রা শুরু। পূর্বে মৌলভীবাজার সড়ক বিভাগের আওতায় হবিগঞ্জে একটি সড়ক উপ-বিভাগ ছিল। এ সড়ক বিভাগের আওতায় ৩৩৫ কিলোমিটার মহাসড়ক নেটওয়ার্ক রয়েছে। এ নেটওয়ার্কভূক্ত সড়ক, সেতু ও কালভার্ট সমূহের রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও সম্প্রসারণ কাজ হবিগঞ্জ সড়ক বিভাগ সম্পন্ন করে আসছে। এ সড়ক বিভাগের আওতায় দুইটি সড়ক উপ-বিভাগ- হবিগঞ্জ সড়ক উপ-বিভাগ ও শায়েস্তাগঞ্জ সড়ক উপ-বিভাগ এবং এ সড়ক বিভাগাধীন যন্ত্রপাতি ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জন্য ১টি ১ম সারি কারখানা উপ-বিভাগ রয়েছে । হবিগঞ্জ সড়ক বিভাগের অধীন কর্মকর্তা এবং কর্মচারীর মোট ৯৪টি পদ রয়েছে। হবিগঞ্জ সড়ক বিভাগের লক্ষ্য ও উদ্দেশ্য হলো হবিগঞ্জ জেলায় একটি সর্বোৎকৃষ্ট ‘মূখ্য সড়ক নেটওয়ার্ক’ গড়ে তোলা।

 

ক্রম

প্রতিষ্ঠাকাল

বর্তমান অফিস প্রধান

কার্যক্রম

ঠিকানা

1

১৯৯২

শাকিল মোহাম্মদ ফয়সাল

নির্বাহী প্রকৌশলী, সওজ।

মহাসড়ক অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ

সড়ক ভবন, ২নং পুল, হবিগঞ্জ